কবিতা - ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না 🪶 রবীন্দ্রনাথ ঠাকুর ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না।। ওর মনের বেদন থাকবে মনে, প্রাণের কথা ফুটবে না?। কঠিন পাষাণ বুকে লয়ে নাই রহিল অটল হয়ে প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না?। ♥ ০ পরে পড়বো অনুকাব্য, গান ৩০ জুলাই ২০২৫ রবীন্দ্রনাথ ঠাকুর ২৯ বার পড়া হয়েছে ⚑