অতল আঁধার নিশাপারাবার,
তাহারি উপরিতলে
দিন সে রঙিন বুদ্‌বুদসম
অসীমে ভাসিয়া চলে।