কবিতা - উচাটন মন ঘরে রয় না 🪶 কাজী নজরুল ইসলাম উচাটন মন ঘরে রয় না (পিয়া মোর)। ডাকে পথে বাঁকা তব নয়না (পিয়া মোর)।। ত্যজিয়া লোক-লাজ সুখ-সাধ গৃহ-কাজ,- নিজ গৃহে বনবাস সয়না (প্রিয়া মোর)।। লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি একা ফুল গেলে কাঁটা কেন যায় না (পিয়া মোর)।। ♥ ০ পরে পড়বো অন্যান্য কবিতা, গান ১৫ জুন ২০২৫ কাজী নজরুল ইসলাম ৫৪ বার পড়া হয়েছে ⚑