কবিতা - যমুনা-সিনানে চলে 🪶 কাজী নজরুল ইসলাম যমুনা-সিনানে চলে তন্বী মরাল-গামিনী। লুটায়ে লুটায়ে পড়ে পায়ে বকুল কামিনী।। মধু বায়ে অঞ্চল, দোলে অতি চঞ্চল, কালো কেশে আলো মেখে খেলিছে মেঘ দামিনী।। তাহারই পরশ চাহি তটিনী চলেছে বাহি, তনুর তীর্থে তারি আসে দিবা ও যামিনী।। ♥ ০ পরে পড়বো অন্যান্য কবিতা ১১ জুলাই ২০২৫ কাজী নজরুল ইসলাম ৪৭ বার পড়া হয়েছে ⚑