কবিতা - সেই হাত 🪶 শামসুর রাহমান যে-হাত যুগল স্তনে খোঁজে চাঁদ-শাদা স্বপ্নের মদির পথ, খোঁজে ক্ষেত্র প্রীতি কর্ষণের,- ভাবতে অবাক লাগে, সেই একই হাত সহজেই কাগজে নির্দেশ লেখে বোমা বর্ষণের! ♥ ০ পরে পড়বো রম্য কবিতা ৩১ মে ২০২৪ শামসুর রাহমান ১৭৯ বার পড়া হয়েছে ⚑